ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমার উদ্বেগ ঢাকা চেম্বারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জুন ৪, ২০১৫
বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমার উদ্বেগ ঢাকা চেম্বারের

ঢাকা: চলতি অর্থবছরের বাজেটে সরকার ব্যাংক খাতে ঋণ নেওয়ার প্রস্তাব করায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি হোসেন খালেদ বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে ডিসিসিআই বোর্ডরুমে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ উদ্বেগের কথা জানান তিনি।

এ সময় ডিসিসিআই পরিচালক, সাবেক সভাপতি এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

তবে প্রস্তাবিত বাজেটের কিছু ইতিবাচক দিক এবং অর্থনীতির চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আনা প্রস্তাবসমূহকে স্বাগত জানিয়েছে ডিসিসিআই।

হোসেন খালেদ বলেন, সরকার ব্যাংকিং খাত থেকে ৩৮ হাজার ৫শ’ ২৩ কোটি টাকা ঋণ নেবে। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে। যা দেশের জন্য উদ্বেগজনক।

এছাড়া দেশের সার্বিক উন্নয়নে বাজেটে আনা সবগুলো প্রস্তাবকেই স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।