ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সোস্যাল ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জুন ৪, ২০১৫
সোস্যাল ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার উদ্বোধন সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ঢাকার কাকরাইলে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর ১০১ তম শাখা কাকরাইল শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মেজর ডাঃ মোঃ রেজাউল হক (অবঃ) প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ও রাজমণি ঈশা খাঁ শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ্ মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ.এম.এম.ফরহাদসহ বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ, ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।