ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মুন্সীগঞ্জে গড়ে উঠবে দেশের সর্ববৃহৎ গার্মেন্টস পল্লী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, জুন ২, ২০১৫
মুন্সীগঞ্জে গড়ে উঠবে দেশের সর্ববৃহৎ গার্মেন্টস পল্লী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুন্সীগঞ্জের বাউশিয়ায় দেশের সর্ববৃহৎ গার্মেন্টস পল্লী গড়ে তোলা হবে।

বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং চীনের ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।



মঙ্গলবার (০২ জুন) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই সমঝোতা স্বাক্ষরের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন সফল হতে যাচ্ছে। আগামী তিন বছরের মধ্যে রফতানিযোগ্য তৈরি পোশাক খাতের এই স্যাটেলাইট সিটি গড়ে উঠবে। প্রতিদিন দুই থেকে তিন হাজার শ্রমিক এই সিটি গড়ে তুলতে কাজ করবে।

তিনি আরও বলেন, এই গার্মেন্টস পল্লীতে আধুনিক সুযোগ সুবিধার তিনশ’ থেকে পাঁচশ’ গার্মেন্টস কারখানা গড়ে তোলা হবে। যার ফলে বিদেশিরা বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে আগ্রহী হয়ে উঠবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তোফায়েল আহমেদ জানান, এই গার্মেন্টস পল্লী থেকে বছরে তিন বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি হবে। গত ছয় মাসে সম্ভাব্যতা যাচাই করে চীনা প্রতিষ্ঠানটি একশ’ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে বলেও মন্ত্রী জানান।

এ ব্যাপারে চীনা প্রতিষ্ঠান ওরিয়েন্ট ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট তেং ডি জিও জ‍ানান, চীনের সাংহাইয়ের আদলে এই গার্মেন্টস সিটি গড়ে তোলা হবে। এই সিটিতে তিন লাখ তৈরি পোশাক শ্রমিক কাজ পাবে যাদের অধিকাংশই নারী।

এ সময় তৈরি পোশাক খাতে বিশ্ব বাজারে বাংলাদেশ অচিরেই প্রথম স্থান অধিকার করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এসএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।