ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বন্ধ এয়ারটেল সংযোগে ৩ জিবি ইন্টারনেট ফ্রি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, জুন ১, ২০১৫
বন্ধ এয়ারটেল সংযোগে ৩ জিবি ইন্টারনেট ফ্রি

ঢাকা: বেসরকারি মোবাইল অপারেটর এয়ারটেল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। মাত্র ১৯ টাকা রিচার্জে গ্রাহকরা উপভোগ করতে পাবেন এয়ারটেলে আধা পয়সা প্রতি সেকেন্ড কলরেট এবং অন্যান্য লোকাল নম্বরে ১ পয়সা প্রতি সেকেন্ড কলরেট।



এই অফারের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এয়ারটেলের বন্ধ সংযোগে এই অফারটি চালু করলে গ্রাহকরা পাবেন ফ্রি ৩ জিবি ইন্টারনেট।

সোমবার (০১ জুন) এয়ারটেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অফারের ঘোষণা দেওয়া হয়। ৎ

এতে জানানো হয়, এই অফারের মাধ্যমে গ্রাহকরা এয়ারটেল নেটওয়ার্কে আসল থ্রিজি সংযোগের মজা পাবেন। আর প্রতিযোগিতামূলক কলরেটে কথা বলার সুযোগ তো থাকছেই।  

এর ধরনের অফার বাংলাদেশে এটাই প্রথম বলে দাবি করেছে এয়ারটেল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুনি ০১, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।