ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাৎ

জীবন বীমার সাবেক কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, মার্চ ২৫, ২০১৫
জীবন বীমার সাবেক কর্মকর্তা গ্রেফতার

সিলেট: সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাতের দায়ে জীবন বীমা করপোরেশনের সিলেট জোনের সাবেক ব্যবস্থাপক আব্দুল লতিফ চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ মার্চ) বেলা ১টার দিকে নগরীর আম্বরখানা শামস সুপার মার্কেটের জোনাল অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।



আব্দুল লতিফ চৌধুরী কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ফলগুনকরা গ্রামের মৃত আব্দুর রহমান চৌধুরীর ছেলে ও ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ-২, ১/এ রোডের ৩নং বাড়ির বাসিন্দা।  

গ্রেফতারের পর তাকে দুর্নীতি দমন কমিশনের সিলেট আঞ্চলিক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিকেলে আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

দুর্নীতি দমন কমিশন সিলেট অফিসের কর্মকর্তারা জানান, ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত জীবন বীমা করপোরেশনের ৫ হাজার ৮শ’৭৮টি প্রিমিয়াম জালিয়াতির মাধ্যমে ১৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০২ টাকা আত্মসাৎ করা হয়। এ কাজে লতিফসহ ১১জন জীবন বীমা কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলেন।

আত্মসাতের ঘটনায় তাদের বিরুদ্ধে (দণ্ডবিধি ৩৮১/৪০৮/১০৯ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায়) ২০১৩ সালের ১২ জানুয়ারি সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-১৫) দায়ের করা হয়। তদন্তে এর সত্যতা প্রমাণিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক সিলেটের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার বাংলানিউজকে জানান, দুই সপ্তাহ আগে মামলাটির তদন্তের দায়িত্ব তার ওপর দেওয়া হয়। এরপর বুধবার তিনি আব্দুল লতিফকে গ্রেফতার করেন। এ অভিযানে সিলেট কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতা নেন তিনি।

তিনি আরও বলেন, আব্দুল লতিফকে বিকেলে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।