ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৩ কোটি ২৬ লাখ ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, জুলাই ২৭, ২০২৫
২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৩ কোটি ২৬ লাখ ডলার ফাইল ফটো

ঢাকা: চলতি জুলাই  মাসের ২৬ দিনে প্রবাসী আয় এলো ১৯৩ কোটি ২৬  লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায়  যা ২৩ হাজার ৪৮১ কোটি টাকা।

(প্রতি ডলার ১২১.৫০ টাকা হিসাবে।

একই সময়ে দেশে ব্যবসা রত দেশি-বিদেশি ৮ ব্যাংকের মাধ্যমে কোন প্রবাসী আয় আসেনি।

রোববার (২৭ জুলাই)  এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ  ব্যাংক।

তথ্য অনুযায়ী, চলতি জুলাইয়ের ২৬ দিনে প্রতিদিন প্রবাসী আয় এলো ৭ হাজার ৪৩ লাখ ডলার ৩১ হাজার ৯২৩ ডলার।

আগের বছরের জুলাই মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার।

আর আগের মাস জুনে প্রতিদিন এসেছিল ৯ কোটি  ৪০ লাখ ৭৫ হাজার ১০০ ডলার।

এ হিসাবে আগের মাস জুনের তুলনায় প্রবাসী আয় কিছুট কমলেও আগের বছরের জুলাইয়ের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছে।  

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা করলে দেখা যায়, জুলাইয়ের ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার।

বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯২ কোটি ৫০ হাজার ডলার।

২৬ দিনে যে সব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, হাবিব ব্যাংক, পদ্মা ব্যাংক, আসিসি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক কম্যুনিটি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক।

জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।