ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জানুয়ারিতে রেমিট্যান্স কমেছে

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, ফেব্রুয়ারি ২, ২০১৫
জানুয়ারিতে রেমিট্যান্স কমেছে

ঢাকা: গত বছরের ডিসেম্বর এবং একই বছরের একই সময়ের হিসেবে সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে। জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৩৪.৭৩ মিলিয়ন মার্কিন ডলার।

যা গত ডিসেম্বরের চেয়ে ৪০.৩৩ মিলিয়ন ডলার কম।

২০১৪ সালের ডিসেম্বরে মোট ১হাজার ২৭৫.০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। একইভাবে একই বছরের জানুয়ারিতে আসা রেমিট্যান্স পরিমাণ ছিল ১হাজার ২৬০.৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৭২.৯২ মিলিয়ন ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫.৮৪ মিলিয়ন ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৩১.৬৩ মিলিয়ন মার্কিন ডলার। আর বিদেশি খাতের ৯টি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪.৩৪ মিলিয়ন ডলার।

বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক(বিডিবিএল)সহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে জানুয়ারি মাসে কোনো রেমিট্যান্স আসেনি। একইভাবে বিদেশি হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমেও এ মাসে দেশে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।