ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি সনদ পেল বিএসকেএল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, ফেব্রুয়ারি ২, ২০১৫
সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি সনদ পেল বিএসকেএল

ঢাকা: সম্মানজনক এসএ ৮০০০:২০০৮ সনদ পেয়েছে চট্টগ্রাম ইপিজেডের বহুজাতিক স্যুয়েটার কারখানা বাংলাদেশ স্যুয়েটার অ্যান্ড নিটার্স লিমিটেড(বিএসকেএল)।

সম্প্রতি লন্ডনভিত্তিক গ্লোবাল গ্রুপ বিএসকেএলকে এই সম্মানজনক সনদ প্রদান করে।

এ পর্যন্ত বাংলাদেশের মাত্র আটটি কারখানা সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি ৮০০০:২০০৮ (এসএ ৮০০০:২০০৮) সনদ পেয়েছে।

বিএসকেএল হংকংভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম স্যুয়েটার উৎপাদক সাউথ ওশান গ্রুপ অব কম্পানির একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে এই গ্রুপের প্রায় ৭০০ স্যুয়েটার কারখানা রয়েছে বলে জানা গেছে।

১৯৯৭ সালে চট্টগ্রাম ইপিজেডে স্থাপিত বিএসকেএল কারখানায় বর্তমানে প্রায় এক হাজার ৮০০ বাংলাদেশি শ্রমিক কর্মরত আছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাস (এসএএএস)-এর পক্ষে গ্লোবাল গ্রুপ, ব্যুরো ভেরিতাসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা, প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, শ্রমিক আইন, স্বাস্থ্য ঝুঁকি, শিশু শ্রম, বেতন কাঠামো পর্যালোচনা করে এই সনদ দেওয়া হয় বলে জানিয়েছেন গ্লোবাল গ্রপের বাংলাদেশ অফিসের প্রধান নির্বাহী আবদুল আলীম।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।