ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার ব্যাংকে নতুন এমডি- উপদেষ্টা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, ফেব্রুয়ারি ২, ২০১৫
প্রিমিয়ার ব্যাংকে নতুন এমডি- উপদেষ্টা খোন্দকার ফজলে রশীদ ও মো. এহসান খসরু

ঢাকা: খোন্দকার ফজলে রশীদ সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হিসেবে যোগ দিয়েছেন। একই সঙ্গে ব্যাংকটির উপদেষ্টা হয়েছেন মো. এহসান খসরু।



খোন্দকার ফজলে রশীদ এমডি হিসেবে যোগ দেয়ার আগ পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ফজলে রশিদ আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করে ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

অপরদিকে প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে মো. এহসান খসরু প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি দি সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, রয়েল ব্যাংক অব কানাডা, ব্যাংক অব মন্ট্রিয়ল, ইস্টার্ন ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের উচ্চ পদে দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।