ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মংলায় এসবিএসি ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, ফেব্রুয়ারি ১, ২০১৫
মংলায় এসবিএসি ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকা: বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজ বাজারে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৩৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।  

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন।



ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. আবুল হোসেন, মো.আমজাদ হোসেন, ব্যাংকের ক্রেডিট বিভাগের প্রধান ও এস.ই.ভি হারুন-অর-রশিদ, শাখা ব্যবস্থাপক ও এফএভিপি মো. তরিকুল ইসলামসহ ব্যাংকের পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য বক্তিবর্গ।    

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।