ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রবাসীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ হলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, অক্টোবর ২৩, ২০২৫
প্রবাসীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ হলো

প্রবাসীদের অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার ক্ষেত্রে এখন থেকে ই-মেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হবে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন।

করদাতারা তাৎক্ষণিকভাবে ই-রিটার্নের স্বীকৃতি (acknowledgement slip) ও প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

প্রবাসী করদাতাদের ওটিপি ই-মেইলে পাঠানো হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী করদাতাদের পরিচয় ও অবস্থান যাচাইয়ের জন্য পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠাতে হবে ঠিকানায়। এরপর এনবিআর আবেদনকারীর ই-মেইলে রেজিস্ট্রেশন লিংক ও ওটিপি পাঠাবে। ওই লিংকের মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন।

ই-রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিল আপলোড করতে হয় না। তবে করদাতাকে নিজ হেফাজতে সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ করতে হবে বলে জানায় এনবিআর।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।