ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে জমজমাট সাউথ এশিয়া ট্রেড ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, সেপ্টেম্বর ২১, ২০২৫
আইসিসিবিতে জমজমাট সাউথ এশিয়া ট্রেড ফেয়ার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫।  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা রোববার (২১ সেপ্টেম্বর) শেষ হবে।

সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এ বাণিজ্যমেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর তৈরি পোশাক ও বস্ত্র, গহনা, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, প্রক্রিয়াজাত খাদ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও পাকিস্তানের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।  

তারা জানিয়েছেন, এ ধরনের আয়োজন শুধু বাণিজ্যই বাড়াচ্ছে না, বরং দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতাও জোরদার করছে।

রোববার (২১ সেপ্টেম্বর) মেলায় দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অনেকেই মেলায় এসে দেশি-বিদেশি স্টল ঘুরে দেখছেন এবং নিজেদের পছন্দের পণ্য কিনছেন। বিশেষ করে পোশাক, হস্তশিল্প ও খাদ্যপণ্যের স্টলে ক্রেতাদের ভিড় বেশি দেখা যাচ্ছে।

আয়োজকরা বলছেন, এ বাণিজ্যমেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা বিদেশি বাজারে প্রবেশের নতুন সুযোগ পাবেন। একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশি বাজার সম্পর্কে ধারণা নিতে পারবেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।