ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপেও সুফল মিলছে না: তাসকীন আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, সেপ্টেম্বর ২০, ২০২৫
অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপেও সুফল মিলছে না: তাসকীন আহমেদ তাসকীন আহমেদ

অন্তর্বর্তী সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ দেখা গেলেও এখনো এর সুফল মিলছে না বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকীন আহমেদ। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণপ্রবাহের সীমাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যাও ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট বলেন, ‘এখনো পূর্ণাঙ্গ ব্যবসাবান্ধব পরিবেশ বা বড় আকারের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা সম্ভব হয়নি, যা উদ্যোক্তাদের আস্থা বাড়াতে পারত। ’ 

তিনি বলেন, ‘বৈদেশিক মুদ্রার সংকট, ঋণপ্রবাহের সীমাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যাও ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি, সরকার যদি দ্রুত ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত সংলাপ চালু করে এবং একটি বৃহৎ ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করে, তবে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তা সহায়ক হবে। ’
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।