ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান একীভূত হলেও গ্রাহকরা টাকা ফেরত পাবেন: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, সেপ্টেম্বর ৯, ২০২৫
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান একীভূত হলেও গ্রাহকরা টাকা ফেরত পাবেন: অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একীভূত হলে গ্রাহকদের ভোগান্তি হবে না। গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবেন বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। আরও কোনো ব্যাংক একীভূত হচ্ছে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, সিদ্ধান্ত হয়েছে আমি বলবো না। বাংলাদেশ ব্যাংক একটা ওয়ার্ক প্ল্যান করেছে। আমি আসার পর যেদিন মিটিং করলাম, নীতিগতভাবে বলেছি আমরা এটা করব, কিন্তু আমি (ব্যাংকগুলোর) নাম বলবো না।

তিনি বলেন, আমরা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোও পুনর্গঠন করব। ওটা আমাদের একটা ইস্যু। সেটা আমরা দ্রুত দেখি যতটুকু সময় আছে, শুরু করে দিয়ে যাব। বাংলাদেশ ব্যাংক ২২টির মতো চিহ্নিত করেছে যেগুলো ভালো চলছে না। যেগুলো লিজিং কোম্পানি।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একীভূত হলে গ্রাহকদের ভোগান্তি হবে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, বলা হয়েছে গ্রাহকের টাকা যেভাবেই রাখুক, ডিপোজিট রাখুক বা এফডিআর করে রাখুক। এটা প্রতিশ্রুতিবদ্ধ সবাই টাকা পাবে। বেশি টাকা থাকলে পেতে হয়তো একটু সময় লাগবে।

জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।