ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের জমি নীতি বদলাবে না রাজ্য সরকার

কলকাতা ‌ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, মার্চ ৫, ২০১২

কলকাতা : ক্ষমতায় আসার পর নয়া জমি নীতি তৈরি করেছিল তৃণমূল সরকার। সেই নীতি পরিবর্তনের কোন প্রশ্নই নেই বলে আরো একবার জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি।



সোমবার কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে তিনি বলেন, জমি নিয়ে ফেলে রাখবেন না। হয় শিল্প করুন, না হলে সরকারকে জমি ফেরত দিন। কোনও অবস্থাতেই রাজ্য সরকার তার জমিনীতি বদল করবে না। জনাদেশকে অগ্রাহ্য করা সম্ভব নয়।

ক্ষমতায় আসার পরই রাজ্যে শিল্পপতিদের ফেলে রাখা জমি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিল সরকার। বিভিন্ন বণিকসভার কাছে অধিগৃহীত পতিত জমির তালিকা চেয়ে পাঠানো হয়।

কিন্তু, গত ৯ মাসে সেই প্রক্রিয়া বিশেষ এগোয়নি। রাজ্য সরকারের কাছে জমি সমস্যা রয়েই গিয়েছে। এ দিনের অনুষ্ঠানে তাই শিল্পমন্ত্রী ফের জমি ফেরতের আহ্বান জানিয়েছেন।

যদিও, শিল্পমন্ত্রী এদিন দাবি জানিয়ে বলেন, জমি কোনও সমস্যা নয়। বিনিয়োগও এগোচ্ছে দ্রুততার সঙ্গেই। ল্যান্ড ব্যাঙ্কের জন্য ৯ লাখ একর জমি মধ্যেই চিহ্নিত করেছে রাজ্য সরকার।

কিন্তু বাস্তবে যে বেশিরভাগ চিহ্নিত জমিতেই শিল্পের উপযুক্ত পরিকাঠামো নেই, তা শিল্পমন্ত্রী কার্যত সে কথা স্বীকারও করে নিয়েছেন।    

বাংলাদেশ সময় : ২১৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।