ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

দুর্ঘটনায় আহত পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী জাভেদ খান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, মার্চ ৫, ২০১২
দুর্ঘটনায় আহত পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী জাভেদ খান

কলকাতা: মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষে রোববার রাতে গুরুতর জখম হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খান।

রাত ৯টা নাগাদ কলকাতার পার্কসার্কাস অঞ্চলের দরগা রোডে দুর্ঘটনাটি ঘটে।

নিজেই গাড়ি চালাচ্ছিলেন জাভেদ খান। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে জখম হন তিনি। আহত হন অন্য গাড়িটির চালকও।

রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে জাভেদ খানকে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরিস্থিতি জানতে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা  ব্যানার্জি। নার্সিং হোমে যান তৃণমূল নেতারা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।