ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কোচবিহারে তৃণমূল নেতা খুন: অভিযোগ গোষ্ঠী দ্বন্দ্বের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, মার্চ ৪, ২০১২

কলকাতা: কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হাতে খুন হলেন কোচবিহারের তৃণমূল নেতা শরৎচন্দ্র ঘোষ।

ঘটনাটি ঘটেছে কোচবিহারের খাগরাবাড়ি এলাকায়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা নাগাদ কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শরৎচন্দ্র ঘোষ। সে সময় মোটরসাইকেলে চেপে ২/৩ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। শরৎ ঘোষের বুকে ও পেটে গুলি লাগে।

গুলির আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা।

এদিকে তার পরিবারের পক্ষে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের গোষ্ঠী বিবাদের ফলেই তার মৃত্যু হয়েছে।

এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, সন্ত্রাসীরাই তাকে খুন করেছে।

এ হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।