ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে মনিপুরে সাইকেলর‌্যালি

মনজুর আহমেদ বরভুঁইয়া, আসাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, মার্চ ৪, ২০১২
টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে মনিপুরে সাইকেলর‌্যালি

শিলচর (আসাম) : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর ও মিজোরাম সীমান্তে প্রস্তাবিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে মনিপুরে সাইকেলর‌্যালির চলমান কর্মসূচি চলছে।

শনিবার বিকেলে মনিপুরের থৌবাল জেলায় অনুষ্ঠিত সাইকেলর‌্যালিতে বাঁধবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে র‌্যালিতে শ’খানেক সাইকেল আরোহী অংশ নেয়।

তানজেং এলাকার উইম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালির সমাবেশে বক্তারা বলেন, ‘ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি), সাতলুজ জলবিদ্যুৎ নিগম ও মনিপুর সরকারের স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তিতে মনিপুর ও মিজোরামের মানুষের মতামত নেওয়া হয়নি। এই চুক্তি মানি না। ’

তারা আরো বলেন, টিপাইমুখ বাঁধ হলে ওই অঞ্চলের ৩২২ বর্গকিলোমিটার এলাকার ৬৭ গ্রামের এক হাজার ৪৬১ পরিবার বাস্তুচ্যুত হবে।

বাঁধবিরোধী ব্যানার ও ফেস্টুনে লেখায় আরো বলা হয়, ‘আমরা বড় বাঁধ চাই না, এনএইচপিসি ফিরে যাও, পরিবেশ বাঁচাও-বন বাঁচাও ইত্যাদি। ’

বাংলাদেশ সময় : ১৪৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।