ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সাংবাদিক নিগ্রহের অভিযোগে পুলিশকর্মী সাসপেন্ড

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, মার্চ ১, ২০১২

কলকাতা: বামশ্রমিক সংগঠনগুলোর ডাকে গত মঙ্গলবার কলকাতার যাদবপুরের গাঙ্গুলিবাগানে সাংবাদিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত কলকাতা পুলিশকর্মী তারক দাসকে সাসপেন্ড করা হয়েছে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে।

তদন্তে দোষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, হরতালের দিন যাদবপুরের গাঙ্গুলিবাগানে কয়েকজন সাংবাদিককে মারধর করা হয়েছে। এই ঘটনায় গাঙ্গুলিবাগানের বাসিন্দা মেটিয়াবুরুজ থানার কনেস্টেবল তারক দাসও যুক্ত ছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ জানানো হলে ডিসি সাউথ সুর্বাবান বিশ্বরুপ ঘোষ তদন্ত করে ডিসি পোর্টকে দেন। ডিসি পোর্ট সবকিছু খতিয়ে দেখে তারক দাসকে সাসপেন্ড করে ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

এদিকে, রাজনৈতিক মহল মনে করছে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে মুখ্যমন্ত্রী সাজানো ঘটনা বলার পর এদিন তারক দাসকে সাসপেন্ড কর্রা পর বিষয়টি অন্যদিকে মোড় নিয়েছে।

ভারতীয় সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।