ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার মেট্রো রেলে আত্মহত্যা বন্ধে নতুন পদক্ষেপ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, মার্চ ১, ২০১২

কলকাতা: ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা রুখতে এবার কলকাতার মেট্রো রেলে নতুন পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে জানা গেছে, নতুন এই পদ্ধতিতে পুরো প্ল্যাটফর্ম চত্বর কাচে মোড়া থাকবে।

প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করার পর এক সঙ্গেই খুলবে কাচের দরজা।

নতুন এই পদক্ষেপে আত্মহত্যা একেবারেই কমানো সম্ভব হবে বলে মনে করছে মেট্রো রেলকর্তৃপক্ষ।

আপাতত ৩টি স্টেশনে প্রাথমিকভাবে এই পদ্ধতি চালু হবে। ইতিমধ্যেই এনিয়ে ভারতীয় রেলওয়ে বোর্ডকে চিঠি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এজন্য খরচ পড়বে প্রায় ১২ কোটি টাকা।

এর আগেও আত্মহত্যা রোধে সতর্কতামূলক অনেক ব্যবস্থা নিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

২০১০ সালে যেখানে আত্মহত্যার সংখ্যা ছিল ২৪, সেখানে ২০১১ সালে তা কমে গিয়ে দাঁড়ায় ১৭। কিন্তু আত্মহত্যা বন্ধ করা যায়নি।

তবে এবার মনে করা হচ্ছে নতুন এই পদক্ষেপে আত্মহত্যা সম্পূর্ণ বন্ধ করা যাবে।

ভারতীয় সময়:১৮২০ ঘণ্টা, মার্চ ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।