ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জেলহাজতে মমতার ভাইপো আকাশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, মার্চ ১, ২০১২

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো আকাশসহ ৪ অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার পর্যন্ত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আলিপুর আদালত।

এরপর ৪ অভিযুক্তকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে।

ট্রাফিফ আইন ভাঙা ও কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগে বৃহস্পতিবার আকাশকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ তাকে আলিপুর আদালতে পেশ করে।

বুধবারই আকাশ ও তার তিন সঙ্গী রীতেশ সিং, অমিত মিশ্র ও মহম্মদ ফারমুদ্দিনকে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানার পুলিস। এদিন আদালতে হাজির করানোর আগে  মেডিক্যাল পরীক্ষার জন্য আকাশ ও তার সঙ্গীদের নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে।

জানা গেছে, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় নিয়মবিরুদ্ধ আচরণের অভিযোগ রয়েছে আকাশ ব্যানার্জির বিরুদ্ধে। গত ৪ ফেব্রুয়ারি এক মহিলা এবং অন্য এক ব্যক্তিকে নিয়ে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলেন আকাশ। সন্ধ্যার পর বোটানিক্যাল গার্ডেনের গেট বন্ধ হয়ে গেলেও বান্ধবীকে নিয়ে জোর করে ভেতরে ঢোকেন তিনি।

অপর ব্যক্তিকে পরিচয় দেন তার আপ্তসহায়ক মুকেশ নামে। এরপর এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ১৯ ফেব্রুয়ারি। অভিযোগ, সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর ভাইপো পরিচয় পার পেয়ে যান আকাশ।

উল্লেখ্য, আকাশের দাদা অভিষেক ব্যানার্জি তৃণমূল যুবাদর সভাপতি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।