ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

চাকরি বঞ্চনা ইস্যুতে যুব কংগ্রেসের আইন অমান্য

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, ফেব্রুয়ারি ১৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বুধবার রাজ্যে আইন অমান্য আন্দোলন পালন করলো ত্রিপুরা যুব কংগ্রেস। আইন অমান্য আন্দোলনে সারা রাজ্যে কংগ্রেসের প্রায় ৫০ হাজার কর্মী অংশ নিয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর।



যুব কংগ্রেসের কর্মসূচি হলেও বুধবারের আইন অমান্যে কংগ্রেসের প্রায় সব সংগঠনই অংশ নিয়েছে। তবে কংগ্রেসের সব গোষ্ঠীর নেতা আন্দোলনে আসেননি।

যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী জানিয়েছেন, সারা রাজ্যে তারা ২১ জায়গায় আইন অমান্য আন্দোলন করছে। রাজ্য ব্যাপী মূল কর্মসূচি ছিল আগরতলায়।

চাকরিক্ষেত্রে বঞ্চনা ছিল এদিন আন্দোলনের মূল স্লোগান। এছাড়া আরও বেশ কিছু অন্য দাবিকেও সামনে রেখে এই আন্দোলন সাজিয়ে ছিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

যুব কংগ্রেস নেতৃত্ব মুখে যুবকদের সমস্যা নিয়ে আন্দোলনের কথা বললেও, আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু আগামী বছরের বিধান সভা ভোট। বিধান সভা ভোটের এক বছর আগেই কর্মীদের ময়দানে নামিয়ে চাঙ্গা করার লক্ষ্য নিয়েছে দল।

তাই বিভিন্ন ইস্যুতে তারা এখন ধারাবাহিকভাবে আন্দোলনে থাকতে চায় বলে জানিয়েছেন কংগ্রেসের এক নেতা।  

এদিকে যুব কংগ্রেসের আন্দোলনকে কেন্দ্র করে শহরে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছিল। কারণ এর আগেও যুব কংগ্রেসের আন্দোলন থেকে শহরে শান্তি বিনষ্ট হয়েছে। গত বছর ১১ মে কংগ্রেসের মিছিল থেকে আগরতলার থানা আক্রমণের ঘটনা ঘটে। ঐ দিন গুলিতে মৃত্যু হয়েছিল এক সাধারণ যুবকের। তাই এদিন কোন ধরনের ঝুঁকি নিতে চায় নি প্রশাসন। কোন ধরনের হাঙ্গামা ছাড়াই শেষ হয়েছে এদিনের আন্দোলন কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।