ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মেদিনীপুর শহরে তৃণমূল কার্যালয়ে গুলি, আহত ১

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ১৫, ২০১২

কলকাতা: মেদিনীপুরে শহরে তৃণমূল পার্টি কার্যালয়ে গুলি চলানোর ঘটনায় আহত হয়েছেন ১ জন।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ শহরের কেরানিটোলায় গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী।

তৃণমূল পার্টি কার্যালয়ে গিয়ে তারা দেখেন প্রদীপ দাস নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

এই সময় পার্টি কার্যালয়ে উপস্থিত ৩ যুবক পালিয়ে যায়। তাদের মধ্যে দুজনের হাতে রিভলবার ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গুরুতর আহত অবস্থায় প্রদীপ দাসকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, উত্তেজিত জনতা তৃণমূল পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল।

ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।