ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পাতৌদি স্মরণে কলকাতায় ডাকটিকিট প্রকাশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, ফেব্রুয়ারি ১০, ২০১২
পাতৌদি স্মরণে কলকাতায় ডাকটিকিট প্রকাশ

কলকাতা:  ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পাতৌদির স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ।

শুক্রবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে তার ছবি দেওয়া ২৫ রুপি ডাকটিকিটের উদ্বোধন করেন পাতৌদির স্ত্রী সাবেক বলিউড নায়িকা শর্মিলা ঠাকুর।



এ দিনের অনুষ্ঠানে স্মরণ করা হয় ভারতীয় ক্রিকেট নবাব পাতৌদির অবদানের কথা। শর্মিলার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোশিয়েশন অব বেঙ্গল’র চিত্রক মিত্র।

উল্লেখ্য, ভারতীয় ডাকবিভাগ কয়েকদিন আগেই আর এক সাবেক ভারতীয় ক্রিকেটার পলি উমড়িগড়কে নিয়ে ডাকটিকিট প্রকাশ করেছে।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।