ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ফেব্রুয়ারি ৯, ২০১২

কলকাতা: নির্বাচন কমিশনের মত রাজ্য সরকারে শিক্ষামন্ত্রকে অধীনস্ত মধ্যশিক্ষা পর্ষদ শতাধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে।

আগামী ২৪ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে।

এবার মাধ্যমিক পরীক্ষায় পৌনে ১১ লাখ ছাত্রছাত্রী অংশ নেবে।

পরীক্ষা কেন্দ্রে নকল রোধে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভিডিও রেকর্ডিং করা হবে। এছাড়া থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। নিরাপত্তার কারণে ও বহিরাগতদের অনুপ্রবেশ রোধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে পর্ষদ।

হাওড়া, মুর্শিদাবাদ, পাহাড়ের কিছু বিদ্যালয়কে এ ব্যাপারে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষার ৭ দিন আগেই পুলিশ কন্ট্রোল রুম খোলা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।