ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পদত্যাগের ইচ্ছা প্রকাশকারী মন্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ্য কংগ্রেস সভাপতি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, জানুয়ারি ১৮, ২০১২

কলকাতা: রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করা মনোজ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য ।

বুধবার প্রদীপ ভট্টাচার্য বলেন, মনোজ চক্রবর্তীর সঙ্গে তার কথা হয়েছে।

মনোজবাবু দুঃখ পেয়েছেন। তবে তিনি তার বক্তব্যের ভালোমন্দ কিছুই বলেননি। তিনি তার মতামত হাইকমান্ডের কাছে জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মনোজবাবু। মনোজবাবু আর মহাকরণে যেতে চান না। সেই অনুযায়ী কংগ্রেসের মন্ত্রীর খোঁজ করা হচ্ছে। তবে মনোজ বাবুকে বোঝানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, যদিও কংগ্রেসের হাইকমান্ডের পক্ষ থেকে এ ঘটনায় বলা হয়েছে, একহাতে তালি বাজে না। অর্থাৎ এ ব্যাপারে তৃণমূলেরও যথেষ্ট দোষ আছে। কিন্তু সরাসরি তৃণমূলের বিরুদ্ধে হাইকমান্ড কথা বলবেন না। কারণ তাদের জোট সঙ্গী তৃণমূল।

উল্লেখ্য, মঙ্গলবারই কংগ্রেসের প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তীর কাছ থেকে পারিষদীয় মন্ত্রকটি নিয়ে নেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে তিনি মহাকরণে বলেন, মুখ্যমন্ত্রী একনায়কতন্ত্র চালাচ্ছেন। হঠকারী মন্ত্রিসভায় তিনি আর মন্ত্রী থাকতে চান না। মুখ্যমন্ত্রীর পারফরমেন্স নিয়ে লোকে প্রশ্ন করছে। সেই সঙ্গে তিনি কংগ্রেসের মন্ত্রী মানস ভুঁইয়াকে দ্বিচারী বলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।