ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বাবা রামদেবের মুখে কালি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, জানুয়ারি ১৪, ২০১২

নয়াদিল্লি: ভারতের যোগগুরু বাবা রামদেবের মুখে কালি ঢেলে দিলেন এক যুবক। শনিবার এই ঘটনা ঘটেছে দিল্লিতে কনস্টিউশনাল ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে।



এদিন দুপুর ১২টা নাগাদ বাবা রামদেব কালো টাকা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করছিলেন। হঠাৎই বাবার সামনে থাকা সাফারি স্যুট পরিহিতি ওয়ারলেসট হাতে থাকা এক যুবক কালির বোতল খুলে ঢেলে দেয়। বাবার মুখে ও মাথায় কালো কালি গড়িয়ে পড়তে থাকে।

আকস্মিক এ ঘটনার পরই ওই যুবককে ধরে বাবার সমর্থকরা জামাকাপড় ছিড়ে ব্যাপক মারধোর করে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে স্থানীয় থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, যুবকটির নাম রাজ। বয়স ৩৫।

এরপরই বাবা রামদেব বলেন, এটা ছোট ঘটনা। আমরা কালো টাকার বিরুদ্ধে আন্দোলন করছি। যারা এটা চান না তারাই এই কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।