ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্ত বেড়া ভেঙে বাংলাদেশে ঢোকা তিন ভারতীয় যুবক আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, ডিসেম্বর ২৭, ২০১১

আগরতলা (ত্রিপুরা):  সোমবার গভীর রাতে সীমান্ত বেড়া ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় তিন যুবক বর্তমানে বাংলাদেশ পুলিশের হাতে আটক আছে।

আখাঊড়া সীমান্তের বিএসএফ সূত্রে জানা গেছে, রাত প্রায় আড়াইটা নাগাদ ওই যুবকেরা বাংলাদেশে ঢুকে পড়ে।

তিন যুবকের নাম বিমল দেববর্মা, অমরজিত দেববর্মা এবং সুশান্ত দেববর্মা। তাদের বাড়ি সদর উত্তরের সিধাই থানা এলাকায়। তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার।

আখাউড়া সীমান্তের বেড়া ভেঙে তারা গাড়ি নিয়ে ঢুকে পড়ে বাংলাদেশের ভেতর। সাদা রঙের গাড়িটির নম্বর টিআর ০১ এক্স ০৬৯৯।

মনে করা হচ্ছে যুবকরা নেশাগ্রস্ত ছিল। জানা গেছে আখাঊড়া থানায় তাদের রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।