ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজয়ের ৪০ বছর: কলকাতায় আলোচনা ও প্রর্দশনী

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ১৭, ২০১১

কলকাতা: বিজয় দিবসের ৪০ বছর উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চল্লিশ বছর পূর্তি এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের  ও প্রর্দশনীর কলকাতায় শুক্রবার থেকে শুরু হয়েছে।

তিন দিন ধরে রবীন্দ্রনাথ টেগোর সেন্টার(আইসিসিআর)-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানটির আয়োজক ইনস্টিটিউট অফ সোসাল অ্যান্ড কালচারাল স্টাডিস।

সাথে আছে মৌলনা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্ট্যাডিজ ও সাউথ এশিয়ান পিপলস ইউনিয়ান এগেনস্ট ফান্ডামেন্টালিম অ্যান্ড কম্যুনালিজম ও ইন্দো-বাংলাদেশ কালচালার সেন্টার।

এ উপলক্ষে আইসিসিআর-এর বেঙ্গল গ্যালারিতে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় এই প্রদর্শনীর উদ্বোধন করনে বিশিষ্ট চিত্রকর শুভাপ্রসন্ন। প্রদর্শনীতে রয়েছে বহু দূর্লভ ছবি ও নথি। এর সঙ্গে দু’দেশের প্রায় ৫০ শিল্পীর চিত্র ও ভাস্কর স্থান পেয়েছে। এই প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এদিন সন্ধ্যায় ভারতীয় ডাকবিভাগের পক্ষ থেকে একটি বিশেষ খামের  প্রকাশ করেন কলকাতার মুখ্য পোস্টমাস্টার জেনারেল ড. জি পি স্যান্ডিল্য।

আলোচনা সভার উদ্বোধন করেন লেফটান্যান্ট জেনারেল (অব.) জে এফ আর জ্যাকব। ভারত-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক আলোচনায় বিভিন্ন বিষয়কে বেছে নেওয়া হয়েছে।

এ আলোচনা সভাগুলুতে অংশ নিচ্ছেন বাংলাদেশে ভারতের সাবেক  ৩ হাইকমিশনার বিনা সিক্রি, পিনাকরঞ্জন চক্রবর্তী, রঞ্জিত মিটার, ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি আবদুল মোতালেব আহমেদ, ত্রিপুরার রাজমাতা বিভু কুমারি দেবী, ফ্যাশান ডিজাইনার বিবি রাসেল, বাংলাদেশের জাতীয় সংসদ ওয়ারসাদ হুসেন বেলাল, ভারতের আরবান ডেভলপমেন্ট প্রতিমন্ত্রী সৌগত রায় প্রমুখ।

শেষ দিনের আলোচনা সভা যোগ দেবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল(অবসরপ্রাপ্ত) তাজুল ইসলাম।

ওই দিনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয়দের অবদান নিয়ে সাংবাদিক মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের একটি তথ্যচিত্র ‘দুঃসময়ের বন্ধু’ প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।