ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, অক্টোবর ১৩, ২০২৫
চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।  

সোমবার (১৩ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন-শওকত, মিশকাত ও তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী।

 

চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হন। ২ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন একজন শ্রমিক। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।