ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় সাপের ছোবলে গৃহিণীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, সেপ্টেম্বর ২, ২০২৫
পটিয়ায় সাপের ছোবলে গৃহিণীর মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: পটিয়ায় সাপের ছোবলে ফেরদৌস বেগম (৩৫) নামে এক গৃহিণী মারা গেছে। তিনি বড়লিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোহাম্মদ রাসেলের স্ত্রী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কর হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরেই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, ফেরদৌস বেগম প্রতিদিনের মতো ঘরে কাজ করার সময় মাছ ধরার একটি জালে হাত দেন। ওই জালে থাকা বিষাক্ত একটি সাপ ছোবল মারে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সামিহা রওশন বলেন, সাপে ছোবলে অসুস্থ এক গৃহবধূকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। এসময় ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যেই মারা যান তিনি। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।