ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জুলাই ২৯, ২০২৫
চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।  

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন, বাকলিয়ার বড় কবরস্থান হাজী আব্দুল মালেকের বাড়ির মৃত দোস্ত মাহমুদের ছেলে মো. মোবারক হোসেন (২৪) ও একই এলাকার ভোলা গাজীর বাড়ির মৃত ইয়াকুবের ছেলে মো. তারেক হোসেন (১৯)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।