...
চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার জয়নাল আবেদিন প্রকাশ কালা মিয়া হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালত এই আদেশ দেন।
দণ্ডিতরা হলেন, রিমা আক্তার, শাহাদাত হোসেন কাইয়ুম ও আবদুল কাইয়ুম।
মামলার নথি থেকে জানা যায়, সীতাকুণ্ড থানার তেলিপাড়া এলাকায় ২০২১ সালের ৯ এপ্রিল রাতে নগরীর হালিশহরে ফল ব্যবসায়ী জয়নাল আবেদিন প্রকাশ কালা মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পরে তার মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়। স্বামী জয়নাল আবেদিনকে হত্যা করতে শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুম স্ত্রী রিমা আক্তারকে সহযোগিতা করে। পরদিন ভোরে পুলিশ গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের চাচাত ভাই মহিউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ১১ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০২১ সালের ১২ এপ্রিল রিমা আক্তার ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। দুই জনই পরে আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শাহদাত হোসেন কাইয়ুমের সঙ্গে রিমা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। আর আবদুল কাইয়ুম হলো শাহদাত হোসেন কাইয়ুমের বন্ধু।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল বাংলানিউজকে বলেন, ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী রিমা আক্তারসহ ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
এমআই/এসি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।