ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, জুলাই ৩, ২০২৫
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ৬

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৮ জন।

এছাড়া করোনায় কারো মৃত্যু হয়নি এদিন।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১টি, সিএসসিআর ল্যাবে ৩টি, শেভরন ল্যাবরেটরিতে ১৬টি, মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাবে ১০টি, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৩টি, ন্যাশনাল হসাপাতালে ৭টি, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮টি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৮টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করা হয়।  

এতে শেভরন ল্যাবরেটরিতে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৮টি। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জনই  নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।  

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।