ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৬ বছর ভোট বঞ্চিত ছিল জনগণ: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, মে ৪, ২০২৫
১৬ বছর ভোট বঞ্চিত ছিল জনগণ: সরওয়ার আলমগীর  ...

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, অতীতে যারা ষড়যন্ত্র করেছিল, তারা আবারও ষড়যন্ত্রের পাঁয়তারা করছে, তাই সবাইকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। আ.লীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে।

‘আমাদের নেতা তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছিলেন-সুনির্দিষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ ও সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত থাকবে।

তাই তৃণমূল থেকে আহ্বান জানাই অচিরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। কারণ দেশের সাধারণ জনগণ নির্বাচন চান। তারা দীর্ঘ ১৬ বছর ভোট বঞ্চিত ছিল’।  

তিনি শনিবার (৩ মে) বিকেলে শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার পোষাক কারখানায় হাজার হাজার শ্রমিক রয়েছে। শ্রমিকদের কষ্ট আমি বুঝি। অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যৎও থাকব। ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস, রাবার ও চা বৃহত্তর ফটিকছড়িতে সমবন্টনের দাবি জানাচ্ছি। যদি সমবন্টন না হয় তাহলে দাবি আদায়ে বাগানের শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামবো।  

উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. হানজালা’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন,  বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বদিউল আলম তালুকদার, মহিন আজম তালুকদার, তাহের সিদ্দিকী, মহিবুল্লাহ বাহার, নুরুল ইসলাম মেম্বার, আবু আহম্মদ মেম্বার, নাছির উদ্দীন, খালেদ বাবুল, মো. শাহরিয়া, আবুল কালাম, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, শহিদুল ইসলাম, মো. এরশাদ, একরামুল হক, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, এম এ মাহফুজ, আবু বক্কর মউন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ০৪, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।