চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌ রুটে ফেরি চালু রাখার দাবিতে একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন সন্দ্বীপের বিভিন্ন সামাজিক সংগঠন। ফেরি বন্ধ করার অপচেষ্টা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়ায় ফেরি চালু হওয়ার পর সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের নিরাপদ নৌ-যাতায়াতের পথ কিছুটা সুগম হয়। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের পকেট ভারী করার জন্য ফেরি বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
এই কপোতাক্ষ ফেরির সাথে একই মানের একাধিক ফেরি শিগগিরই যুক্ত করতে হবে। এ ছাড়া ফেরি উদ্বোধনের দিন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছিলেন দুটি সি-ট্রাক যুক্ত হবে, কিন্তু তা এখনো যুক্ত হয়নি।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির মধ্যে ঘাপটি মেরে থাকা চক্র ছোট নৌ-যান চলার অনুমতি দিলেও অতি উৎসাহ নিয়ে ফেরি চলাচল বন্ধ করতে তৎপর হয়ে উঠছে। বছরের ৬-৭ মাস সাগর উত্তাল দেখিয়ে ফেরি বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত তারা।
অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান বক্তারা।
সিনিয়র সাংবাদিক সালেহ নোমানের সভাপতিত্বে ও সমাজকর্মী আমজাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইন, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দীন রিজভী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর ভূইয়া, সমাজকর্মী অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা-উদ-দৌলা সজিব, যুগ্ম আহ্বায়ক নুর নবী, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ নারীবিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, মিলাদ উদ্দীন মুন্না খাদেমুল ইসলাম, এমআরকে তারেক, নুর নবী রবিন, মিলাদ হোসাইন, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সালেহ নোমান বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্ব হচ্ছে প্রধান উপদষ্টোর উদ্বোধন করা ফেরি সার্ভিস চালু রাখা। কিন্তু তারা উল্টো সেটি বন্ধ করে দেওয়ার জন্য উঠে-পড়ে লেগেছে। উপকূলীয় এলাকায় ফেরি চালু রাখার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের সক্ষমতা না থাকলে নৌ-বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের মতামতও নেওয়া যেতে পারে।
বর্তমান আবহওয়ার সতর্কতা সংকেত দেওয়ার ক্ষেত্রে শত বছরের পুরোনো পদ্ধতি সময়োপযোগী করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্ববায়ক প্রভাষক নিঝুম খান। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দীন শিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফয়সাল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইসমাঈল, উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনির তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মাস্টার প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ‘সন্দ্বীপ ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’, ‘সন্দ্বীপ ল স্টুডেন্ট ফোরাম’, ‘সন্দ্বীপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ফোরাম’, ‘সন্দ্বীপ নাবিক বহুমুখী সমবায় সমিতি’, ‘চট্টগ্রাম কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’, ‘আমরা সন্দ্বীপবাসী’, ‘সন্দ্বীপ নাগরিক সমাজ’, ‘ইসলামিক ছাত্র আন্দোলন সন্দ্বীপ’, ‘সন্দ্বীপ ছাত্র ও যুব পরিষদ’, ‘আলোকিত সংঘ’, ‘সন্দ্বীপ অধিকার আন্দোলন', 'উড়িরচর স্যোশাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন', 'সন্দ্বীপ ইসলামি কালচারাল ফোরাম' ইত্যাদি সংগঠনের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এআর/টিসি