চট্টগ্রাম: বায়তুশ শরফ 'মজলিসুল ওলামা বাংলাদেশ' এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসরায়েলিদের মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য পৃথক মুসলিম জাতিসংঘ গঠন করা এবং ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।
শুক্রবার (১৮ এপ্রিল) ফিলিস্তিনে ইসরাইয়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানাতে চট্টগ্রাম ইহুদি পণ্য বর্জন কমিটি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন ইহুদি পণ্য বর্জন কমিটির আহ্বায়ক মুনির আহমদ। সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনি জামে মসজিদের খতিব মাওলানা শাহ্ মুহাম্মদ জমিরুদ্দীন জিহাদী, ফলমন্ডি জামে মসজিদের খতিব মাওলানা ইউছুপ বাহার যুক্তিবাদী, হযরত জুনশাহ্ (রহ.) জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী, আল আমীন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, বানিয়ারটিলা জামে মসজিদের খতিব মুহাদ্দেস মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দীন ও স্টেশন রোড জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আমজাদ, সমাজসেবক সেবক এইচ এইচ এম এম এমদাদ এমদাদ উল্লাহ্, মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দীন, মাওলানা জাকারিয়া আলম সিআরবি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুবাইর কাসেমী প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিলটি চৈতন্যগলি থেকে নিউমার্কেট মোড় হয়ে পুনরায় পুরাতন রেল স্টেশন মাঠে এসে মুনাজাতের মাধ্যমে শেষ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
পিডি/টিসি