চট্টগ্রাম: বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) উপজেলা বিআরডিবি হলরুমে প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে লণ্ডন প্রবাসী সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম এ মন্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দীন ইয়াছিন, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দীন, শাহীনুর কিবরিয়া মাসুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দীন ভূইয়া, শিক্ষক নজির আহমদ, ইউপি সদস্য হাসান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এ রাসেল ও জামায়াত নেতা সাইদুল আলম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী শাহী এমরান কাদেরী।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এসি/টিসি