ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফসলি জমির মাটি কাটার এক্সকেভেটর জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, জানুয়ারি ৮, ২০২৫
ফসলি জমির মাটি কাটার এক্সকেভেটর জব্দ

চট্টগ্রাম: চন্দনাইশে ফসলি জমির মাটি কাটার সময় এক্সকেভেটর জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

বুধবার (৮ জানুয়ারি) চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বাংলানিউজকে বলেন, ফসলি জমির মাটি কাটা হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। পরে সেখান থেকে একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

মাটি কাটার কাজে সম্পৃক্তরা পালিয়ে যান।

অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং চন্দনাইশ থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।