ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী মাদ্রাসায় এনসিপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, জুলাই ২১, ২০২৫
হাটহাজারী মাদ্রাসায় এনসিপি নেতারা ...

চট্টগ্রাম: হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী মাদ্রাসা) গেলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।

রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মাদ্রাসায় যান।

এসময় তারা হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তারা মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

পরে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ গঠনে আলেম সমাজ ও মাদ্রাসার ছাত্রদের ভূমিকা থাকবে। আমরা আপনাদের সকল ধর্মীয় স্বাধীনতার ও ইসলামের পক্ষে থাকবো। সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবো। আপনারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। আমরা সবাই সহযোদ্ধা। বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র হোক, ইসলাম নিয়ে যত ষড়যন্ত্র হোক, সে ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এই নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে।  

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিছ মুফতি জসিম উদ্দিন, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফ আলী নিজামপুরী, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।