ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তার পাশে মিলল হাত বাধা অজ্ঞাত যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, অক্টোবর ১২, ২০২৪
রাস্তার পাশে মিলল হাত বাধা অজ্ঞাত যুবকের মরদেহ

চট্টগ্রাম: নগরের পাহাড়তলীতে রাস্তার পাশে হাত বাধা অবস্থায় ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পাহাড়তলী থানা উপ পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সোহাগ বাংলানিউজকে জানান, রাস্তার পাশে পিছন থেকে হাত বাধা অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মরদেহটির আনুমানিক বয়স ৪৫ বছর হতে পারে।

তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। শরীরে আঘাতেরও চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।