চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
বুধবার (১৩ আগস্ট) উপজেলার জলদী রেঞ্জের নাপোড়া বিটের আওতাধীন কমলার ঝুম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, উপজেলার জঙ্গল নাপোড়া ৭ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদের ছেলে মো. বেলাল (১৯) এবং একই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. রায়হান(২০)।
নাপোড়া বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বিই/পিডি/টিসি


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                