ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতাল থেকে ৩ দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, অক্টোবর ৫, ২০২৪
চমেক হাসপাতাল থেকে ৩ দালাল আটক

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক।

আটককরা হলেন, বাদল দাস (৫১), মো. সালাউদ্দিন(৩৫), মোশারফ হোসেন  (৩৪)।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক বাংলানিউজকে জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ৩ ব্যক্তি।

তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। তাদের আটকের পর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।