চট্টগ্রাম: বোয়ালখালীতে রায়খালী খালের ভাঙনে মাটি ধসে পড়ে গেছে একটি বৈদ্যুতিক খুঁটি। এতে ১১টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে বোয়ালখালী উপ-কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি খুঁটি খালে ধসে পড়ে।
ফলে বুধবার রাত ১১টা থেকে নিরাপত্তার স্বার্থে উপজেলার পূর্ব শাকপুরা, লালারহাট, বেঙ্গুরা, খিতাপচর, পূর্ব খিতাপচর, ঘোষখীল, হোরারবাগ, মোহাম্মদের বাড়ি, বটতল, খাজানগর ও কঞ্জুরী গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার প্রকৌশলী শ.ম. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।
বিই/টিসি


 
                                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                