ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এক রাতেই ৩ দুর্ঘটনা কর্ণফুলী টানেলে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, অক্টোবর ৫, ২০২৪
এক রাতেই ৩ দুর্ঘটনা কর্ণফুলী টানেলে

চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের ভেতরে একই স্থানে এক রাতেই হয়েছে তিনটি দুর্ঘটনা।  

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাতটা, রাত আটটা এবং রাত ১০ টায় এ দুর্ঘটনা।

পরপর এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন।  

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে একটি বরফবাহী ট্রাক আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল।

এ সময় চাকা ফেটে ট্রাক উল্টে যায়। এতে বরফগুলো পড়ে যায় পরে ট্রাকটি সরিয়ে নিলেও বরফগলা পানি রয়ে যাওয়ায় রাত আটটায় একই স্থানে আবারও দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা দেয়। রাত দশটার দিকে একই স্থানে তৃতীয় দুর্ঘটনাটি ঘটে। আরও একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে টানেলের দেয়ালে ধাক্কা লেগে ডেকোরেশন বোর্ডের ক্ষতিগ্রস্ত  হয়।  

টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে টানেলে। গতকাল রাতেও তিনটি দুর্ঘটনা ঘটেছে। তিনটি দুর্ঘটনায় ঘটেছে একই স্থানে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।