ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, অক্টোবর ৩, ২০২৪
শ্বশুরবাড়িতে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে শ্বশুরবাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় লিজা আকতার ঊর্মি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহর তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

লিজা ওই এলাকার প্রবাসী জাবেদ হোসেন মুন্নার স্ত্রী।

উপজেলার শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়ার মো. ইউনূসের মেয়ে লিজা।

দুই বছর আগে লিজার সঙ্গে একই ইউনিয়নের প্রবাসী জাবেদ হোসেন মুন্নার বিয়ে হয়।  

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গৃহবধূর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।