ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকচাপায় গার্মেন্ট কর্মী নিহত, আহত ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, অক্টোবর ২, ২০২৪
ট্রাকচাপায় গার্মেন্ট কর্মী নিহত, আহত ৪  ...

চট্টগ্রাম: নগরের অলংকার বিটেক মোড়ে ট্রাকচাপায় এক নারী গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ওই নারীর নাম মোছাম্মৎ ঝুমুর।

তিনি ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। পাহাড়তলী থানাধীন ফইল্ল্যাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন নামের এক যুবক বলেন, উল্টোদিক থেকে আসা চট্টমেট্রো-১১৪৬৮৬ নম্বরের একটি ট্রাক রাস্তায় ওই গার্মেন্ট কর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।  

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক বাংলানিউজকে বলেন, অলংকার মোড় থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজন নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।