ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জমিতে মিললো ম্যাক্সি পরা ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, আগস্ট ২৪, ২০২৪
জমিতে মিললো ম্যাক্সি পরা ব্যক্তির মরদেহ ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে ধানের জমি থেকে ম্যাক্সি পরিহিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিলে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম জানান, শাকপুরা স্কুলের উত্তর পাশে সেবাখোলা বিলের ধানের জমিতে মরদেহটি পড়েছিল। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। পরনে লাল রঙের ম্যাক্সি, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। মুখমণ্ডল কালো কালিতে মাখানো ছিল।  

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক রেযাউল জাব্বার বলেন, ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ওই ব্যক্তির নাম-পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।