ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্তানকে বাঁচাতে গিয়ে ভেসে যাওয়া পিতার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, আগস্ট ২৪, ২০২৪
সন্তানকে বাঁচাতে গিয়ে ভেসে যাওয়া পিতার মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কবির পাড়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে মো. রজি আহমেদ (৫৫) নামের ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি কবির পাড়ার বাসিন্দা সোলতান আহমদের ছেলে।

স্থানীয় মাওলানা নেজাম উদ্দিন বলেন, রজি আহমেদ এর ৪ ছেলে এবং ২ মেয়ের মধ্যে বড় ছেলে নাঈম স্থানীয় একটা মাদ্রাসায় পড়ালেখা করে।

এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছেলে একটি গাছ আঁকড়ে ধরে থাকতে পারলেও তার বাবা পানিতে ভেসে যান। লোকজন এসময় নাঈমকে উদ্ধার করে। পরদিন রজি আহমেদ এর মরদেহ পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।