ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আগুনে পুড়লো ৫ দোকান ও বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, জুলাই ২৭, ২০২৪
ফটিকছড়িতে আগুনে পুড়লো ৫ দোকান ও বসতঘর ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান ও বসতঘর।  

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মানিকপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে পুড়ে গেছে স্থানীয় মো. সেলিমের চা-দোকান, সেলিমের মুদির দোকান, জাহেদুর রহমানের মুদির দোকান, কামাল সওদাগরের সার ও কীটনাশকের দোকান, সোহেলের চা-দোকান ও বানু বেগমের বসতঘর।  

ফটিকছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।